সোমবার , ৭ অক্টোবর ২০২৪ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পূজায় জঙ্গি হামলার শঙ্কা নেই : আইজিপি

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৭, ২০২৪ ৭:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় কোনও ধরনের নিরাপত্তা ঝুঁকি বা জঙ্গি হামলার শঙ্কা নেই। তবুও সতর্ক অবস্থানে রয়েছে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। থাকছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘আমরা সবসময় ঝুঁকি পর্যালোচনা করি। ঝুঁকির ক্ষেত্রে কোনও নিরাপত্তা শঙ্কা নেই, তবুও আমরা সতর্ক থাকতে চাই। কেউ যেন ফায়দা লুটতে না পারে, সে জন্যই বাড়তি সতর্কতা। কোনও ধরনের বিশৃঙ্খলা ও অপতৎপরতার সুযোগ নেই। রাজধানীসহ দেশে সব পুজামণ্ডপে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে।’

তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে আনসার মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার থেকে সব পূজা মণ্ডপে আনসার মোতায়েন হবে। পুলিশের অন্যান্য টহল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় এখন সব জেলায় সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে। তারাও পূজার ডিউটি পালন করবে। এছাড়া সীমান্ত এলাকায় বিজিবি, উপকূলীয় এলাকায় কোস্টগার্ড, নৌ অঞ্চলে নৌপুলিশসহ বিশেষায়িত পুলিশ বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করছে।’

মো. ময়নুল ইসলাম বলেন, ‘যেকোনও জায়গায় যেকোনও পূজামণ্ডপে যদি কেউ শান্তি-শৃঙ্খলার বিঘ্ন ঘটায়, অপতৎপরতা চালায় সে ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত সংখ্যক আনসার বাহিনীর সঙ্গে ভলেনটেয়ার বাহিনী রয়েছে, তারাও ২৪ ঘণ্টা কাজ করছে। সুতরাং কোথাও কোনও বিশৃঙ্খলা অপতৎপরতার সুযোগ নেই।’

সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, ‘সাইবার পেট্রোলিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। যাতে করে কেউ স্যোশাল মিডিয়ায় মিথ্যা প্রচারণা বা গুজব না ঘটাতে পারে। পাশাপাশি ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত সেবা নেওয়া যাবে। এছাড়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন সেন্টারের (এনটিএমসি) ব্যবস্থা রয়েছে। প্রতিটি উপজেলা, জেলা ও পুলিশ হেডকোয়ার্টারে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যাতে করে যে কেউ তাৎক্ষণিকভাবে জানাতে পারবেন।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

র‍্যাবের নতুন ডিজি হারুন অর রশিদ

তারেক রহমান ‘নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্ট্রা’- আকন কুদ্দুসুর রহমান

বরিশালে অস্ত্রোপচার ছাড়াই ৫ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

সেন্টমার্টিন নিয়ে সরকারের নীরবতা দাসসুলভ আচরণ: ফখরুল

গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া এই সরকারের প্রধান কাজ: প্রেস সচিব

একদল সংস্কার, আরেক দল নির্বাচন পিছিয়ে দিতে চায়: নাহিদ

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

Singapore extends COVID-19 control order laws for a year to combat possible new variants

অনেক রাজনৈতিক দলের অ্যাজেন্ডায় রাষ্ট্র সংস্কার চিন্তা নেই: ইফতেখারুজ্জামান

জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদ ফেরার সুযোগ পাবে: জামায়াতের আমির