জাফর আলম, কক্সবাজার :
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছে।
বুধবার (১১সেপ্টেম্বর)ভোর উখিয়া কুতুপালং ২০নং ক্যাম্প ও ৪নং ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, ২০নং ক্যাম্পের আবুল কালামের পুত্র ইমাম হোসেন (৩৭),৪নং ক্যাম্পের গণি মিয়ার পুত্র রহমতুল্লাহ (২৫)।
এ বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, কুতুপালং ২০ নম্বর ক্যাম্পে ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে দুজন মারা গেছেন। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।