বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

১১ দিনে ভারতীয় বিভিন্ন এয়ারলাইন্সের ২৫০ ফ্লাইটে বোমা হামলার হুমকি

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৪, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ


আন্তর্জাতিক ডেস্ক :

ভারতীয় বিভিন্ন এয়ারলাইন্সের আরও ৭০টিরও বেশি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এই নিয়ে গত ১১ দিন ২৫০টি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেয়া হলো।

এনডিটিবি জানিয়েছে, আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এয়ার ইন্ডিয়া, ভিস্তারা এবং ইন্ডিগোর প্রায় ৬০ টি ফ্লাইট, আকাসা এয়ারের ১৪টি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে।

আকাসা এয়ারের একজন মুখপাত্র বলেছেন, ২৪ অক্টোবর পরিচালিত কিছু ফ্লাইটে নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে। তিনি বলেন, আকাসা এয়ারের ইমার্জেন্সি রেসপন্স দলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে। আমরা স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে সমস্ত নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করছি।

চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী কে রামমোহন নাইডু বলেন, সরকার উড়োজাহাজ সংস্থাগুলোতে বোমা হামলার ঘটনাগুলো মোকাবেলা করার জন্য আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে।

এর আগে, ভারতীয় এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজে বোমার হুমকিদাতাদের অবস্থান দেশের বাইরে। তদন্তকারীরা জানিয়েছেন, বেশির ভাগ হুমকিদাতার আইপি বা ইন্টারনেট প্রটোকল অনুযায়ী অবস্থান যুক্তরাজ্য, জার্মানি, কানাডা ও আমেরিকা। এ ছাড়া হুমকিদাতারা নিজেদের অবস্থান সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করছেন।

সর্বশেষ - জাতীয়