নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর দয়াগঞ্জ এলাকায় একটি বাসা থেকে হুমায়ুন কবির নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ । তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়। স্ত্রী ও দুই সন্তান নিয়ে দয়াগঞ্জ এলাকায় থাকতেন ।
সোমবার (২৮ এপ্রিল) সকালে খবর পেয়ে যাত্রাবাড়ী থানার দক্ষিণ সায়েদাবাদের দয়াগঞ্জ হাজী চান মিয়া রোডের ৭১/সি নম্বর বাসার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় । পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, ভোরে তার স্ত্রী নামাজের জন্য উঠলে একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় হুমায়ুন কবিরকে দেখতে পান। পরে থানায় খবর দেন। তিনি আত্মহত্যা করেছেন নাকি কেউ তাকে মেরে ফেলেছে বিষয়টি এই মুহূর্তে বলা যাচ্ছে না ৷ তদন্তের পরে জানানো হবে ।