সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

অভিনেত্রী শ্রাবণী আর নেই

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২৯, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক : 

ভারতীয় বাংলা সিনেমা ও টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক মারা গেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে কলকাতার রাজারহাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, দীর্ঘদিন ধরে ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা অর্থাৎ ফুসফুস ক্যানসার, মেটাস্টেসিসে ভুগছিলেন অভিনেত্রী শ্রাবণী বণিক। কয়েক সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। হাসপাতালে তার চিকিৎসা চলছিল। কিন্তু সোমবার সকাল ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রাবণী।

পরিচালক বাবু বণিক ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, “আমরা অনেক দিনের বন্ধু। শ্রাবণীর মৃত্যুতে আমরা স্তম্ভিত। শেষ সময়টা খুব কষ্ট পেয়েছে। কাজ থেকেও অনেকদিন দূরে ছিল। ভাবতেই পারছি না শ্রাবণী আর নেই। হাসপাতালেই আছি সকাল থেকে। আজ বিকেলের দিকে নিমতলা শ্মশানে ওর শেষকৃত্য সম্পন্ন হবে।”

শ্রাবণী অর্থকষ্টে পড়েছিলেন। তার চিকিৎসার জন্য ১২ লাখ রুপি প্রয়োজন ছিল। অর্থের জোগান দিতে না পেরে সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেত্রীর ছেলে অচ্যুত আদর্শ। তবে কোনো কিছু দিয়েই অভিনেত্রীকে ফেরানো যায়নি।

‘লালকুঠি’, ‘রাঙা বউ’, ‘গোধূলী আলাপ’, ‘সোহাগ চাঁদ’-এর মতো প্রতিটি ধারাবাহিকে শ্রাবণীর অভিনয় সকলের নজর কেড়েছে। বড়পর্দাতেও তার কাজ প্রশংসিত হয়েছে। ‘আলো’, ‘চাঁদের বাড়ি’-এর মতো সিনেমায় তাকে দেখেছেন দর্শক। ‘সোহাগ চাঁদ’ শ্রাবণীর অভিনীত শেষ ধারাবাহিক।

 

 

সর্বশেষ - জেলার খবর