নিজস্ব প্রেতিবেদক :
ঈদযাত্রায় অন্তহীন ভোগান্তির বড় কারণ টিকিট কালোবাজারি। এবার র্যাবের ফাঁদে পা দিলো সংঘবদ্ধ টিকিট কালোবাজারি চক্র। রাজধানী থেকে সংঘবদ্ধ চক্রের ৮ সদস্যকে গ্রেফতারের পর সংস্থাটি জানিয়েছে, রেলের অসাধু কর্মী ও সহজ ডটকমের যোগসাশজে হয় ট্রেনের টিকিট কালোবাজারি।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উত্তরায় র্যাব-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: চক্রের মূলহোতা উত্তম চন্দ্র দাস (৩৪), তার ঘনিষ্ঠ সহযোগী হাবীব আহমেদ (২৬), মো. ফারুক (৫৫), আব্দুল্লাহ আল মুমিন (৩০), প্রকাশ চন্দ্র রায় (৩৪), বাংলাদেশ রেলওয়ের আউটসোর্সিং কর্মচারী মো. জুবায়ের (২৯), মো. সোহেল রানা (২১) ও চক্রের অন্যতম গ্রাহক কামরুজ্জামান (৩৫)।
সংবাদ সম্মেলনে র্যাব-১ এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম বলেন, রেলের কিছু অসাধু কর্মী এবং সহজ ডটকমের সদস্যদের সহযোগিতায় টিকিট কালোবাজারি হত। সোমবার (২৪ মার্চ) অভিযান চালিয়ে ৬ জনকে বিমানবন্দর রেলস্টেশন এলাকা এবং ২ জনকে কমলাপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৩ জন রেলওয়ের আউটসোর্সিং কর্মচারী।
মোহাম্মদ জাকিউল করিম বলেন, রেলওয়ের শতভাগ টিকিট অনলাইন প্লাটফর্ম সহজ ডটকমের মাধ্যমে বিক্রয় করছে। কিন্তু ঈদ উপলক্ষে ট্রেনের টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে টিকিট শেষ হয়ে যাচ্ছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ পাওয়া যায়। র্যাব-১ এর একটি দল বর্ণিত অপরাধের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন রেলওয়ে স্টেশনে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। বিভিন্ন রেলওয়ে স্টেশন হতে টিকিট কালোবাজারি চক্রের শিকড়ের অনুসন্ধানে তৎপর হয়।
তিনি বলেন, চক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিতকরণ ও তথ্য উদঘাটনের লক্ষ্যে বিমানবন্দর স্টেশন এলাকায় ফাঁদ পাতা হয়। ওই ফাঁদে প্রথমে পা দেন চক্রের মূলহোতা উত্তম চন্দ্র দাস। তাকে বিমানবন্দর স্টেশন এলাকা থেকে একটি অনলাইন টিকিটের প্রিন্টেড কপিসহ গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে র্যাব-১ এর গোয়েন্দা দল ঢাকার কাওলা থেকে তারই ঘনিষ্ঠ সহযোগী হাবীব আহমেদ, ফারুক এবং রেলওয়ের আউটসোর্সিং কর্মচারী জুবায়েরকেকে তিনটি অনলাইন টিকিটের প্রিন্টেড কপিসহ গ্রেফতার করে।
র্যাবের এ কর্মকর্তা আরও জানান, চক্রের মূলহোতা ঈদ মৌসুমে ৫০০ থেকে ৭০০ টিকিট কালোবাজারির মাধ্যমে লাখ লাখ টাকা আয় করেন। আটক ব্যক্তিদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন এবং তিন লাখ টাকা ও বেশ কিছু অনলাইন টিকিটের প্রিন্ট কপি জব্দ করা হয়েছে।