বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

টাঙ্গাইল শাড়ি ভারতের দাবির ইস্যুটি খুবই ছোট: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ২:৫৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট :

টাঙ্গাইল শাড়ি ভারত নিজেদের দাবি করে ভৌগোলিক নির্দেশক (জিআই) করে নেয়ার বিষয়টিকে খুব ছোট ইস্যু বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বর্ডার কিংবা মেরিটাইম ইস্যুর সামনে এটি কিছুই না। টাঙ্গাইল শাড়ি নিয়ে বিতর্কেরও সমাধান হয়ে যাবে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ার) ভারতের নয়াদিল্লির বিবেকানন্দ ফাউন্ডেশনে সুশীল সমাজের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, পাকিস্তানের টকশোতে আজ দেখা যায় তারা বাংলাদেশ হতে চায়। গত ১৫ বছরে বাংলাদেশে অভূতপূর্ব পরিবর্তন এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।

এর পেছনে ভারতের অবদান আছে জানিয়ে মন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ; যা কখনোই ভোলার নয়। বাংলাদেশের পেছনে ভারতের অবদান অস্বীকার করা যাবে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি সত্য বাংলাদেশে সাম্প্রদায়িক গোষ্ঠী রয়েছে। মাঝে মাঝে তারা সমাজকে অস্থিতিশীল করতে চায়। তবে আওয়ামী লীগ একটি ধর্মনিরপেক্ষ দল। আমাদের সরকার এসব উগ্র শক্তিগুলোকে দমন করে আসছে।

এ সময় তিনি উদাহরণ দিয়ে বলেন, দুর্গাপূজায় পশ্চিমবঙ্গে এক হাজার মানুষের জন্য একটি মণ্ডপ, অথচ বাংলাদেশে পৌনে ৩০০ মানুষের জন্য একটি মণ্ডপ হয়। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় কমছে না। মুসলিম ও অন্যান্য ধর্মের মানুষ একসঙ্গে বাড়ছে।

একপর্যায়ে ড. হাছান মাহমুদ কথা বলেন, টাঙ্গাইল শাড়ি ভারত নিজেদের দাবি করে ভৌগোলিক নির্দেশক (জিআই) করে নেয়ার বিষয়ে। তিনি এটিকে বড় সমস্যা বলে মনে করেন না। তিনি বলেন, বর্ডার ইস্যু- মেরিটাইম ইস্যুর সামনে টাঙ্গাইলের শাড়ির ইস্যুটি বেশ ছোট। বড় বড় সমস্যার সমাধান করতে পেরেছি আমরা। টাঙ্গাইলের শাড়ি নিয়ে বিতর্কেরও সমাধান হয়ে যাবে।

সর্বশেষ - জাতীয়