নিজস্ব প্রতিবেদক :
গত বছর যেতে না পারা ১৭ হাজার কর্মীর মধ্যে ৭ হাজার ৯২৬ জনকে নিতে রাজি হয়েছে মালয়েশিয়া।
বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শিগগিরই এসব কর্মী মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবে।
মালয়েশিয়ার শ্রমবাজার চালু নিয়ে আলোচনা করতে গত মঙ্গলবার কুয়ালালামপুর যায় প্রবাসীকল্যাণ উপদেষ্টার নেতৃত্বে তিন সদস্যের একটি দল। বর্তমানে তারা মালয়েশিয়াতেই অবস্থান করছেন।
আসিফ নজরুল জানান, অবৈধ হয়ে যাওয়া কর্মীদের বৈধতা দেওয়া নিয়েও দেশটির সাথে আলোচনা হয়েছে।
প্রায় এক বছরের বেশি সময় ধরে মালয়েশিয়ায় শ্রমবাজারটি বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার মালয়েশিয়ার স্বরাষ্ট্র, মানব সম্পদ ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা আসিফ নজরুল। পরে ফেসবুকে এক ভিডিওতে তিনি জানান, বাংলাদেশি কর্মীদের মাল্টিপল ভিসা দিতে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। এছাড়া ২০২৪ সালে সিন্ডিকেট বাণিজ্যের কারণে যেতে না পারা প্রায় ৮ হাজার কর্মীকে শিগগির নেওয়ার কথাও জানিয়েছে দেশটি।
প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন। তিনি গত বছর যেতে না পারা ১৭ হাজারের বেশি কর্মীকে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। শেষ মুহূর্তে মালয়েশিয়া যেতে না পারা এসব কর্মীর মধ্যে প্রথম ধাপে ৭ হাজার ৯২৬ জনকে দ্রুতই নেবে মালয়েশিয়া। এই সিদ্ধান্ত চূড়ান্ত। এদেরকে দ্রুতই কাজ করার সুযোগ করে দিবেন ওনারা।’
উপদেষ্টা জানান, আগামী কয়েক মাসে প্রায় দেড় লাখ বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া। সেখানে বাংলাদেশিদের বেশি সুযোগ দেওয়ার অনুরোধ করেছে সরকার।
আসিফ নজরুল বলেন, ‘সকল রিক্রুটিং এজেন্সিকে লোক পাঠানোর সুযোগ দেওয়ার বিষয়ে কথা হয়েছে। অচিরেই তারা (মালয়েশিয়া) তাদের সিদ্ধান্ত জানাবেন।’
কর্মী পাঠাতে দুই দেশের সমঝোতা অনুসারে এজেন্সি বাছাইয়ের দায়িত্ব মালয়েশিয়া সরকারের। এই সমঝোতা স্মারক কিছুটা সংশোধনের প্রস্তাব দেবে বাংলাদেশ। আগামী ২১ মে ঢাকায় যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে সেটি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।