বৃহস্পতিবার , ১৫ মে ২০২৫ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

যেতে না পারা প্রায় ৮ হাজার কর্মী মালয়েশিয়া যাবে শিগগিরই: আসিফ নজরুল

প্রতিবেদক
Newsdesk
মে ১৫, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

গত বছর যেতে না পারা ১৭ হাজার কর্মীর মধ্যে ৭ হাজার ৯২৬ জনকে নিতে রাজি হয়েছে মালয়েশিয়া।

বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শিগগিরই এসব কর্মী মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবে।

মালয়েশিয়ার শ্রমবাজার চালু নিয়ে আলোচনা করতে গত মঙ্গলবার কুয়ালালামপুর যায় প্রবাসীকল্যাণ উপদেষ্টার নেতৃত্বে তিন সদস্যের একটি দল। বর্তমানে তারা মালয়েশিয়াতেই অবস্থান করছেন।

আসিফ নজরুল জানান, অবৈধ হয়ে যাওয়া কর্মীদের বৈধতা দেওয়া নিয়েও দেশটির সাথে আলোচনা হয়েছে।

প্রায় এক বছরের বেশি সময় ধরে মালয়েশিয়ায় শ্রমবাজারটি বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার মালয়েশিয়ার স্বরাষ্ট্র, মানব সম্পদ ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা আসিফ নজরুল। পরে ফেসবুকে এক ভিডিওতে তিনি জানান, বাংলাদেশি কর্মীদের মাল্টিপল ভিসা দিতে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। এছাড়া ২০২৪ সালে সিন্ডিকেট বাণিজ্যের কারণে যেতে না পারা প্রায় ৮ হাজার কর্মীকে শিগগির নেওয়ার কথাও জানিয়েছে দেশটি।

প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন। তিনি গত বছর যেতে না পারা ১৭ হাজারের বেশি কর্মীকে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। শেষ মুহূর্তে মালয়েশিয়া যেতে না পারা এসব কর্মীর মধ্যে প্রথম ধাপে ৭ হাজার ৯২৬ জনকে দ্রুতই নেবে মালয়েশিয়া। এই সিদ্ধান্ত চূড়ান্ত। এদেরকে দ্রুতই কাজ করার সুযোগ করে দিবেন ওনারা।’

উপদেষ্টা জানান, আগামী কয়েক মাসে প্রায় দেড় লাখ বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া। সেখানে বাংলাদেশিদের বেশি সুযোগ দেওয়ার অনুরোধ করেছে সরকার।

আসিফ নজরুল বলেন, ‘সকল রিক্রুটিং এজেন্সিকে লোক পাঠানোর সুযোগ দেওয়ার বিষয়ে কথা হয়েছে। অচিরেই তারা (মালয়েশিয়া) তাদের সিদ্ধান্ত জানাবেন।’

কর্মী পাঠাতে দুই দেশের সমঝোতা অনুসারে এজেন্সি বাছাইয়ের দায়িত্ব মালয়েশিয়া সরকারের। এই সমঝোতা স্মারক কিছুটা সংশোধনের প্রস্তাব দেবে বাংলাদেশ। আগামী ২১ মে ঢাকায় যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে সেটি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আইএমএফর কঠিন শর্ত মেনে নেব না : ওবায়দুল কাদের

গোপনে ভিডিও করা নিয়ে যা বললেন কেয়া পায়েল

ভাইরাল সেই নগ্ন দৃশ্য প্রসঙ্গে যা বললেন অভিনেত্রী

বিনা সুদে লাখ টাকা ঋণ, অহিংস গণঅভ্যুত্থান আহ্বায়ক মোস্তফা আটক

আ.লীগ খুন-খারাবির মতো পৈশাচিক খেলায় মেতে উঠেছে: মির্জা ফখরুল

মন্ত্রীর আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার ইন্টার্ন চিকিৎসকদের

গাজার পর ধ্বংসস্তূপ লেবানন, নিহতের সংখ্যা ছাড়াল ২ হাজার

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

শান্তি প্রতিষ্ঠার জন্য তথ্যের সততা নিশ্চিতের অঙ্গীকার করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

দ্বিতীয় দিনের অবরোধ চলছে, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী