চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী এলাকার হুদাপাড়া থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ৮৭০ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের পরিচালক অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, বিজিবির টহল কমান্ডার হাবিলদার মজনুল করিম বুধবার দুপুর ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী হুদাপাড়া নামক রাস্তায় অভিযানে যায়। এ সময় এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে দ্রুত সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তাকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এসময় বিজিবি মোটরসাইকেলের সাইলেন্সারের ভেতরে থাকা স্কচটেপ দিয়ে আটকানো ৮৭০ গ্রামের ছয়টি স্বর্ণের বার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।
চুয়াডাঙ্গা বিজিবির-৬ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, জব্দকৃত স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারিতে পাঠানো হয়েছে এবং দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।