শনিবার , ২৭ জানুয়ারি ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

নেত্রকোনায় প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, পুলিশ সদস্যসহ নিহত ২

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৭, ২০২৪ ১:১০ অপরাহ্ণ


নেত্রকোনা থেকে জাহিদ হাসান :

নেত্রকোনায় প্রাইভেটকার ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসী নামক স্থানে এই ঘটনাটি ঘটে। টনাস্থলেই এক পুলিশ সদস্য নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।

নিহত পুলিশ সদস্য আব্দুল হাকিম (৪০) ময়মনসিংহের ফুলপুরের বাসিন্দা ছিলেন। তিনি নেত্রকোণার কলমাকান্দা সিধলী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। এছাড়া নিহত হয়েছেন সিএনজি চালক মো: ফারুক (২১)। তিনি ময়মনসিংহের সাহাবাজপুরের সোলাইমান ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, আজ বিকেলে যাত্রীবাহী একটি সিএনজি নেত্রকোণা থেকে ছেড়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউশী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার ও সিএনজির চালকসহ ৮ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর স্থানীয়রা এসে আহতের উদ্ধার করেন। খবর পেয়ে নেত্রকোণা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহত এবং আহতদের উদ্ধার করে নেত্রকোণা জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - জাতীয়