সোমবার , ৪ মার্চ ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন মির্জা ফখরুল

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৪, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শারীরিক জটিলতার চিকিৎসা করাতে আজ সোমবার (৪ মার্চ) সকালের ফ্লাইটে সিঙ্গাপুরে যান তিনি।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান বলেন, মির্জা ফখরুল সাহেবের ওজন ৬ কেজির বেশি কমে গেছে। হঠাৎ করে তো এত ওজন কমার কথা না। শুরুতে বাংলাদেশে চিকিৎসা করেছেন। আজ তিনি তার সহধর্মিণীকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন।

উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের ঘটনায় দীর্ঘ তিন মাসেরও অধিক সময় কারাবন্দী ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময়ে ৬ কেজির বেশি ওজন কমেছে তার। এর সঙ্গে অন্যান্য শারীরিক জটিলতাও রয়েছে।

সর্বশেষ - জাতীয়