নিজস্ব প্রতিবেদক :
দেশের প্রায় ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ায়, অবৈধ এ কার্যক্রম বন্ধে এবার সম্মিলিত অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন সরকারের একজন নীতি নির্ধারক।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সোমবার সাংবাদিকদের বলেন, মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে অনলাইন জুয়ার বিরুদ্ধে সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করা হবে।
বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা অনলাইন জুয়ায় জড়িয়ে মারাত্মক ঝুঁকিতে পড়েছেন বলে মন্তব্য করেন তিনি। বলেন, এমনকি অনেক বয়স্ক ও অবসরপ্রাপ্তও এর মধ্যে আছেন।
‘তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আমরা দেখেছি, ৫০ লাখ মানুষ কীভাবে যেন এই অবৈধ জুয়ার সাইটগুলোর সঙ্গে জড়িয়ে গেছে,’ যোগ করেন প্রতিমন্ত্রী।
অনলাইন জুয়া বন্ধে সরকার নিয়মিত বিভিন্ন সাইট ব্লক করছে। তারপরও ঠেকানো যাচ্ছে না নিষিদ্ধ এ খেলা। এতে বহু টাকা দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে বলে আশঙ্কা।
জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা মোট ২ হাজার ৬০০টি জুয়ার সাইট ব্লক করেছি। মোবাইল অ্যাপগুলো প্রতিনিয়ত ব্লক করা হচ্ছে।
এছাড়া ডিপার্টমেন্ট অব টেলিকম, ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার, কম্পিউটার কাউন্সিল, বিটিআরসি ও সাইবার সিকিউরিটি এজেন্সিসহ সবাইকে নিযয়ে অনলাইন জুয়া বন্ধে অভিযান চলছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, জুয়ার সাইটগুলোকে ব্লক করার পাশাপাশি একটা সচেতনতা তৈরিরও চেষ্টা করছি আমরা। আর দেশের মুদ্রা যাতে বিদেশে পাচার না হয়।
জুয়া বন্ধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি প্রযুক্তি ও কঠোর আইনের প্রয়োগের কথাও উল্লেখ করেন তিনি।