বৃহস্পতিবার , ৯ ডিসেম্বর ২০২১ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ভুটানে ব্যান্ডউইথ রপ্তানি শিগগিরই: মোস্তাফা জব্বার

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৯, ২০২১ ৭:১৫ অপরাহ্ণ
ভুটানে ব্যান্ডউইথ রপ্তানি শিগগিরই: মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন শিগগিরই ভুটানে ব্যান্ডউইথ রপ্তানি করা হবে, সেই চুক্তিও সম্পন্ন হওয়ার পথে। সোমবার (৬ ডিসেম্বর) এক আলোচনায় ভুটানে ব্যান্ডউইথ রপ্তানির ব্যাপারে নিশ্চিতয়তা পাওয়া গেছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনে বিসিএস কম্পিউটার সিটিতে ‘বিজয়ে প্রযুক্তি মেলা-২১’ উদ্বোধনকালে তিনি একথা জানান। বাংলাদেশ কম্পিউটার সমিতি পাঁচ দিনব্যাপী এই কম্পিউটার মেলার আয়োজন করেছে। এবারের মেলায় দর্শনার্থীদের টিকিট কেনা লাগবে না। শুধু এন্ট্রি করেই মেলায় ঢুকতে পারবেন সবাই।

মোস্তফা জব্বার বলেন, ২০০৮ সালে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী ছিল ৮ লাখ। তারা  ৮ জিবিপিএস ব্যান্ডউইথের ওপর নির্ভর করতেন। এখন এই ইন্টারনেট ব্যবহাকারীর সংখ্যা বেড়ে ১২ কোটি হয়েছে, আর  আমাদের ব্যান্ডউইথ আছে দুই হাজার ২০০ জিবিপিএস। এই ব্যান্ডউইথ থেকে আমরা ৭০০ জিবিপিএস সৌদিতে রপ্তানি করছি, মালয়েশিয়াতে ২০০ জিবিপিএস রপ্তানি করছি।

মন্ত্রী বলেন, ভারত ও নেপালের মতো দেশেও ব্যান্ডউইথ রপ্তানি করা হবে। সে জন্য তৃতীয় সাবমেরিন ক্যাবল বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। যা ২৪ সালের মধ্যে শেষ হবে।

তিনি আরও বলেন, ২০২২ সালের মধ্যে মাত্র ১৬০টি ইউনিয়ন ছাড়া দেশের সব ইউনিয়নে ফাইবার অপটিক পৌঁছে যাবে। বাকি ইউনিয়নগুলোতে তার ঢুকানো যাচ্ছে না, তাই এগুলোতে বাকি থাকবে।

এটা বিশাল অর্জন উল্লেখ করে তিনি বলেন,  দেশের সব ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ইন্টারনেট সেবা পৌঁছে যাবে কা আমাদের অঙ্গীকার। এছাড়া আমরা একটি অসাধ্যকে সাধন করতে যাচ্ছি, ১২ ডিসেম্বর পরীক্ষামূলক  ৫ জি ইন্টারনেট সেবা চালু করা হবে। যে ফাইভ জি ইন্টারনেটে সেবা আসবে সেটি শুধু মোবাইল ফোনে ইন্টারনেট ব্রাউজিং বা কথা বলার জন্য ব্যবহৃত হবে না, বিভিন্ন কারখানাতেও কলাবরেটলি ব্যবহার করা হবে। ২০২৩-২৪ সালের মধ্যে ববঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপ করা হবে। তখন বাংলাদেশ আরও শক্তিশালী হবে ডিজিটাল ক্ষেত্রে।

উদ্বোধনী অনুষ্ঠানে এ এল মাজাহার ইমাম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. শাহিদ উল মুনীর, সাবেক সভাপতি ও রায়ান্সের এমডি আহমেদ হাসান জুয়েল, স্মার্ট টেকনোলজিসের এমডি পরিচালক মো. জহিরুল ইসলাম এবং গ্লোবাল ব্র‍্যান্ড (প্রা.) লি. এর পরিচালক আব্দুল ফাত্তাহ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পদ থেকে অব্যাহতি চাইলেন ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

তরুণ দল নিয়েই পাকিস্থানকে হারিয়ে এশিয়ার কাপ জিতল শ্রীলংকা

তরুণ দল নিয়েই পাকিস্থানকে হারিয়ে এশিয়ার কাপ জিতল শ্রীলংকা

ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশন জিরো টলারেন্স: ইসি আহসান হাবিব

৭ ব্যাংক মানিলন্ডারিংয়ে জড়িত: দুদক সচিব

মাদকের টাকা জোগাতে কামরুলকে হত্যা করে দুই ছিনতাইকারী

বাংলাদেশি পর্যটকদের মাধ্যমে ভারত বিশাল লাভবান হয় : সাখাওয়াত হোসেন

সেঞ্চুরির মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সেঞ্চুরির মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগও পিএসসির মাধ্যমে: জনপ্রশাসন মন্ত্রী

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ

সভা-সমাবেশের বিষয়ে ইসির নির্দেশনা বাস্তবায়ন করবে মন্ত্রণালয়: স্বরাষ্ট্রমন্ত্রী