বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ডেমোক্রেসি চেয়েছিলাম, মবোক্রেসি চলছে: সালাহউদ্দিন আহমদ

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৭, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সারা দেশে মবোক্রেসির রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি।’

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর নয়া পল্টনে যুবদলের সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা গণঅভ্যুত্থানের মতো আন্দোলনকে দমন করার চেষ্টা করছে, তাদের সাহস এসেছে মূলত সরকারের নির্লিপ্ততা ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা থেকে। তিনি বলেন, দেশে এখন মবোক্রেসির জন্য এক ধরনের অনুকূল পরিবেশ তৈরি হয়ে গেছে।

জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির অবস্থান প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দলটি আলোচনার মাধ্যমে সহনশীল রাজনীতির পথে ছিল। কিন্তু সরকারের নানা পদক্ষেপ দেখে এখন তা প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে।

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, যারা বিএনপির মতো ফ্যাসিবাদবিরোধী দলকে উদ্দেশ্যমূলকভাবে কলঙ্কিত করতে চাইছে, তাদের প্রকৃত উদ্দেশ্য ফ্যাসিবাদী শক্তিকে আবারো সক্রিয় করা।

জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সময়সূচি চূড়ান্ত করার আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন বিলম্বিত করার মাধ্যমে অন্তর্বর্তী একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে চায় কিনা সেই প্রশ্ন এখন জনগণের মধ্যে তৈরি হয়েছে।

সম্প্রতি গোপালগঞ্জে একটি রাজনৈতিক সংঘর্ষের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন বলেন, সেখানে যারা সহিংসতা চালিয়েছে, তারা কেন এ সুযোগ পাচ্ছে, তা খতিয়ে দেখা জরুরি। এছাড়া একটি নতুন রাজনৈতিক দলের অপরিণত কর্মসূচির কারণে মাঠপর্যায়ে অস্থিরতা বাড়ছে, যার ফলে গণআন্দোলনের কর্মীরা আক্রান্ত হচ্ছেন।

এনসিপি নামের ওই রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে সালাহউদ্দিন বলেন, রাজনীতিতে অভিজ্ঞতা ছাড়া বড় ভূমিকা পালন সম্ভব নয়। ভবিষ্যতে তারা নেতৃত্বে আসুক, এটাই প্রত্যাশা। তবে তাদের চলমান পদক্ষেপ দেখে মনে হচ্ছে, নির্বাচন বিলম্বিত করার মতো পরিবেশ তৈরি করাই এখন মূল লক্ষ্য।

‘শাপলা প্রতীক’ নিয়ে রাজনৈতিক চাপ তৈরির বিষয়টিও তিনি তুলে ধরেন। তার মতে, জাতীয় প্রতীককে কেন্দ্র করে কোনো দল যদি বিশৃঙ্খলার আশ্রয় নেয়, তাহলে তা দেশের রাজনীতির জন্য সুখকর নয়।

সমাবেশে যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তারা একটি ইতিবাচক বার্তা দিতে চাইলেও কিছু রাজনৈতিক নেতার উসকানিমূলক আচরণ সেই বার্তা দুর্বল করে দিচ্ছে।

তিনি আরো বলেন, গোপালগঞ্জের ঘটনার সময় সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি মোকাবেলায় পেশাদারত্ব দেখালেও ওই ঘটনার পরও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে যেভাবে মন্তব্য এসেছে, তা অনভিপ্রেত।

সর্বশেষ - রাজনীতি