নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর মাধবদীতে বৃহস্পতিবার মধ্যরাতে বাসের ধাক্কায় মারা যাওয়া অটোরিকশার তিন যাত্রী
নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশাচালকসহ তিনজন মারা গেছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রাইনাদি এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
শুক্রবার (২৪ অক্টোবর) ইটাখোলা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়ারা হলেন- মাধবদীর রাইনাদি এলাকার রবিউল্লাহর ছেলে অটোরিকশা চালক ফাহিম মিয়া (২৮), আলতাফ হোসেনের ছেলে সাব্বির (২৫) এবং অজিবর মিয়ার ছেলে সিয়াম (২২)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত দেড়টার দিকে ঢাকা থেকে সিলেটগামী লাকি পরিবহণের একটি বাস রাইনাদি এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই সিয়াম মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে ফাহিম এবং ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাব্বিরের মৃত্যু হয়।
ইটাখোলা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “রাতে বাসচাপায় তিনজনের মৃত্যু হয়। ঘাতক বাসটি আটক করা হয়েছে, আইনি প্রক্রিয়া চলছে।”

 
                    







 
                                     
                                     
                                    








