রবিবার , ৯ মার্চ ২০২৫ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ইচ্ছেমতো চুল কাটার স্বাধীনতা পেল থাই শিক্ষার্থীরা

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৯, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

বহু বছরের আইনি লড়াই চালানোর পর থাইল্যান্ডের স্কুল শিক্ষার্থীরা এখন নিজেদের ইচ্ছামতোন চুলের স্টাইল বেছে নিতে পারবে।

টাইম অব ইন্ডিয়া জানায়, থাইল্যান্ডের সুপ্রিম অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট গেল শনিবার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের ৫০ বছর পুরোনো একটি নির্দেশনা বাতিল করে।

থাই সরকারের ওই নির্দেশনা অনুযায়ী, স্কুল শিক্ষার্থীদের জন্য চুলের জন্য নিয়ম নির্ধারণ করে দেওয়া ছিল। আগে ছেলেদের ছোট চুল রাখতে হতো। আর মেয়েদের কান পর্যন্ত বব কাট দেওয়ার নিয়ম ছিল।

বাস্তবে অনেক স্কুলই শিক্ষার্থীদের চুল কাটার নিয়মে শিথিলতা নিয়ে আসে। তবে কিছু স্কুলে এই নিয়ম চালু ছিল। যারা নিয়ম মানত না, তাদের চুল কেটে দেওয়া হতো। ১৯৭৫ সালে সামরিক জান্তা সরকার স্কুল-শিক্ষার্থীদের চুল কাটার নিয়ম নির্ধারণ করে দেয়।

আদালত রায়ে জানায়, ১৯৭৫ সালের ওই নির্দেশনা সংবিধানে স্বীকৃত ব্যক্তিস্বাধীনতার পরিপন্থী এবং আধুনিক সমাজের সঙ্গে বেমানান। ২০২০ সালে দাখিল করা একটি পিটিশনের পরিপ্রেক্ষিতে এ রায় এলো। ২৩ জন সরকারি স্কুল শিক্ষার্থী ওই পিটিশন দায়ের করেছিল। তাদের যুক্তি ছিল, ১৯৭৫ সালের ওই নির্দেশনা অসাংবিধানিক।

মানবাধিকার নিয়ে কাজ করা শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চুলের নিয়ম শিথিল করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। তাদের মতে, এই নিয়ম তাদের মানবিক মর্যাদা এবং শরীরের ওপর ব্যক্তিস্বাধীনতার অধিকার লঙ্ঘন করে।

 

 

সর্বশেষ - জেলার খবর