আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে বন্দুকধারীদের হামলার পর এবার ফ্রান্সে সর্বোচ্চ স্তরের সন্ত্রাসী হামলার সতর্কতা জারি করেছে।
সোমবার (২৫ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার জ্যেষ্ঠ নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বৈঠকের পর প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল এ তথ্য জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে গ্যাব্রিয়েল আতাল বলেন, মস্কোয় হামলার ঘটনায় ইসলামিক স্টেটের (আইএস) দায় স্বীকারকে কেন্দ্র করে এবং আমাদের দেশের ওপর হামলার হুমকি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সে সন্ত্রাস সতর্কতা ব্যবস্থার তিনটি স্তর রয়েছে। সর্বোচ্চ স্তরটি ফ্রান্সে বা বিদেশে আক্রমণের প্রেক্ষিতে বা যখন কোনো হুমকি আসন্ন বলে মনে করা হয় তখন সক্রিয় করা হয়।
সর্বোচ্চ স্তরের সন্ত্রাসী সতর্কতা জারি করা হলে তার অধীনে ট্রেন স্টেশন, বিমানবন্দর এবং ধর্মীয় নানা স্থানের মতো জনসমাগমের স্থানগুলোতে সশস্ত্র বাহিনীর টহল দেয়ার পাশাপাশি ব্যতিক্রমী নানা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকে।
রুশ সংবাদমাধ্যম আরটি বলছে, রক ব্যান্ড ‘পিকনিক’র একটি কনসার্টের ঠিক আগে ২২ মার্চ সন্ধ্যায় একদল বন্দুকধারী ক্রোকাস সিটি হলে হামলা চালায়। আনুমানিক সাড়ে সাত হাজার মানুষের ধারণক্ষমতার ভেন্যুটি প্রায় পূর্ণ ছিল।
সন্ত্রাসীরা প্রথমে নিরাপত্তারক্ষীদের হত্যা করে, এরপর দর্শনার্থীদের ওপর গুলি চালায় এবং তারপরে আগুন দিতে শুরু করে, যা দ্রুত ভবনের মধ্যে ছড়িয়ে পড়ে।
তদন্তকারীদের মতে, নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে এবং এখন পর্যন্ত মোট ৬২টি মৃতদেহ শনাক্ত করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নৃশংস এ ঘটনায় দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।
গত দুই দশকের মধ্যে রাশিয়ায় সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি। এ ঘটনাকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার পরপরই এর দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।