নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত কমিটি সোমবার দায়িত্ব গ্রহণ করেছে। এদিন সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফের পক্ষ থেকে মৌসুমী ফল উৎসবেরও আয়োজন করা হয়। এ কর্মসূচিতে অংশ নেন- বিএসআরএফের সদস্য, সচিবালয়ে কর্মরত সাংবাদিক এবং বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তারা।
এ ফল উৎসবে দেশীয় আম, জাম, কাঁঠাল, লিচু, আমড়া, কলা ও ড্রাগনসহ বিভিন্ন ফলের আয়োজন ছিল। ফল উৎস পরিণত হয় সচিবালয় সাংবাদিকদের এক মিলনমেলায়। জ্যেষ্ঠ সাংবাদিকরা একত্রিত হয়ে পুরোনো দিনের স্মৃতিচারণ করেন।
তারা আশা প্রকাশ করেন- বিএসআরএফ ছোট থেকে এখন অনেক বড় সংগঠনে রূপলাভ করেছে। ভবিষ্যতে সংগঠনটি আরও প্রসারিত হবে। পাশাপাশি পেশাদারিত্ব বজায় রেখে সামনে অগ্রসর হবে এমন প্রত্যাশা রাখেন নতুন নেতাদের কাছে।
বিএসআরএফের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মাসউদুল হক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। বিদায়ী কমিটির মধ্যে উপস্থিত ছিলেন- সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব, যুগ্ম সম্পাদক মেহদী আজাদ মাসুম, সহ-সভাপতি এম এ জলিল মুন্না, সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও বিএসআরএফের প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য ও দৈনিক যুগান্তরের উপ-সম্পাদক বিএম জাহাঙ্গীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সচিবালয়ে রিপোর্টিংয়ের দীর্ঘদিনের অভিজ্ঞতা বিনিময় করেন।
প্রসঙ্গত, গত ২২ জুন বিএসআরএফের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনের মাধ্যমে গঠিত ১৭ সদস্যের নতুন কমিটি সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন। এই কমিটি ২০২৭ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে।