রবিবার , ২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

এনবিআর এ চলছে ফ্যাসিস্টরাজ, এসিআর নিতে হবে পলাতক আসামির থেকে !

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২, ২০২৫ ১:০২ অপরাহ্ণ

অপরাধচিত্র প্রতিবেদক :

যে আদর্শে সংগঠিত হয়েছিল জুলাই গণঅভ্যুত্থান সেই স্পিরিট হারিয়ে যাচ্ছে প্রশাসনের সর্বত্র ঘাপটি মেরে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের ষড়যন্ত্রে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর উপরও ফ্যাসিবাদ সরকারের প্রেতাত্মা ভর করেছে। এই প্রেতাত্মারা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে যা কিছু দরকার তাই করে যাচ্ছে।

এনবিআরকে গতিশীল, দুর্নীতিমুক্ত করতে আবু হেনা মো. রহমাতুল মুনিমকে সরিয়ে দেওয়া হলেও অবস্থাদৃষ্টে তার প্রভাববলয়ের বাইরে বের হতে পারেনি এনবিআর।

দুর্নীতির কালকাঠি যারা নাড়তেন তারা কৌশলে তাদের কারসাজি চালাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে এনবিআর’র এক কর্মকর্তা বলেন, পোস্টিং-প্রমোশন থেকে শুরু করে সকল ক্ষেত্রেই ফ্যাসিস্টরাজত্ব কায়ম করা হয়েছে। পোস্টিং-প্রমোশনে কর্মকর্তাদের এসিআরের প্রয়োজন পড়ে। এসিআরের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে গেলে তারা বলেন, ‘এনবিআর এর সাবেক চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিমের কাছে যেতে’। ভুক্তভোগীদের প্রশ্ন- তিনি এখন এনবিআরের কে? তিনি কোন কর্মকর্তার এসিআর তৈরি কিংবা তার অনুমোদন দিতে পারেন? যদি নাই পারেন কথায় কথায় সব ক্ষেত্রে পলাতক সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের নাম বলা হচ্ছে কেন।

প্রকৃত অর্থে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসর সচিবরা এনবিআরকে এখনোও জিম্মি করে রেখেছে। প্রশাসন ক্যাডার বহির্ভূত সকল ক্যাডারের পদোন্নতি সম্পূর্ণ তাঁদের হাতে। কমিশনারের উপর পদস্থ সকলেই কোন না কোন সচিবের দারস্থ হতে হবে বার্ষিক গোপনীয় প্রতিবেদন অনুমোদন নেয়ার সময়। বিশেষত যারা স্বৈরাচার সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিবাদি ছিলো তারাই এখন ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্ট সচিবদের রোষানলে পড়ছে। এ অবস্থার পরিবর্তন প্রয়োজন। তারা তাদের দাবী আদায়ে সেচ্চার হবেন। সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম একটি হত্যা চেস্টা সিআর ৫৩৬/২৪ মামলার পলাতক আসামি মামলাটি বর্তমানে পিবিআই তদন্তধীন। তার কাছ থেকে এসিআর নেওয়া মানে জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করা।

সর্বশেষ - জেলার খবর