নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর খিলক্ষেতে ফ্লাইওভারের পাশে আকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৮টা ৩৫ মিনিটের দিকে আগুনের ঘটনা ঘটে। রাত ৮টা ৪২ মিনিটে খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান। তিনি বলেন, খিলক্ষেতে ফ্লাইওভারের পাশে আকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ওদিকে সন্ধ্যায় মিরপুরে বিআরটিসির দোতলা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করে।