নিজস্ব প্রতিবেদক :
কার্টনভর্তি ঘুষের ৪২ লাখ টাকাসহ এর সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় নারায়ণগঞ্জ ডিসি অফিসের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার কাওসার আহামেদকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের কার্যলয়ে সামনে চাঁনমারি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দুদকের করা মামলার বিবরণী থেকে জানা গেছে, গত ১০ জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের নিরাপত্তাকর্মীদের হাতে কার্টনটিসহ এক ব্যক্তি ধরা পড়েন। এরপর বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হলে তার নির্দেশে কার্টনসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। সে সময় ওই কার্টন খুলে ৪২ লাখ টাকা পাওয়া যায়। টাকা গণনা শেষে জব্দ করে প্রশাসন। টাকার কার্টন জব্দের ঘটনায় জেলা প্রশাসক অফিস থেকে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে গত ১৪ জানুয়ারি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য চিঠি দেন জেলা প্রশাসক মাহমুদুল হক।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ওই ৪২ লাখ টাকা দুর্নীতি-সংশ্লিষ্ট বলে বেরিয়ে আসে। এর সঙ্গে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার কাওসার আহামেদ ও সিদ্দিরগঞ্জ রাজস্ব সার্কেলের আউটসোর্সিংয়ের সাবেক কর্মচারী জাহিদুল ইসলাম সুমনের সম্পৃক্ততা রয়েছে বলেও জানা যায়।
এ ঘটনায় দুদক নারায়ণগঞ্জের সহকারী পচিালক ওমর ফারুক বাদী হয়ে ওই দুইজনের বিরুদ্ধে ঘুষ ও দুনীতির মাধ্যমে ৪২ লাখ টাকা অবৈধ উপায়ে উপার্জন করার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। এ মামলায় বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে কাওসারকে গ্রেপ্তার করে দুদক।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, দুর্নীতির মামলায় গ্রেপ্তারকৃত আসামি কাওসার আহমেদকে আদালতে হাজির করা হলে জেলা ও দায়রা জজ আসসামস জগলুল হোসেনের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলা অন্য আসামী সুমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।