নিজস্ব প্রতিবেদক :
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরো সাত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বদলির আদেশ পাওয়ার পর যোগদান না করে প্রকাশ্যে আদেশ ছিড়ে ফেলায় তাদের বরখাস্ত করা হয়। এ নিয়ে মোট ২১ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব উম্মে আয়মান কাশমী সই করা এ সংক্রান্ত আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা এনবিআর সংস্কারের আন্দোলনের সঙ্গে ছিলেন বলে জানা গেছে।
সাময়িক বরখাস্ত কর্মকর্তারা হলেন- কর অঞ্চল-২ এর কর পরিদর্শক লোকমান হোসেন, ঢাকার আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর পরিদর্শক নাজমুল হাসান, আব্দুল্লাহ আল মামুন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিম সহকারী রাজস্ব কর্মকর্তা ছালেহা খাতুন সাথি, কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা উত্তর সহকারী রাজস্ব কর্মকর্তা রৌশন আক্তার, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণের সিপাই সালেক খান, কর অঞ্চল ১৪ এর প্রধান সহকারী (নাজির) বিএম সবুজ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২২ জুন এনবিআর বদলির আদেশ জারি করে। এই বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় এবং এর মাধ্যমে বদলি আদেশ অমান্যকারীদের সমর্থন করায় সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) ১৪ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড।
আন্দোলনের পরবর্তী সময়ে গত ২ জুলাই এনবিআরের কর বিভাগের সদস্য মো. আলমগীর হোসেন, মূসক নীতির সদস্য ড. মো আবদুর রউফ, শুল্ক নীতির সদস্য হোসেন আহমদ ও বরিশালের কর কমিশনার মো. শব্বির আহমদকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
এছাড়া, ১ জুলাই রাতে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করে সরকার। বরখাস্তের পর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সংযুক্ত করা হয়।