নিজস্ব প্রতিবেদক :
বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, বিএনপি নেতা সাইফুল ইসলাম নীরব ও শিমুল বিশ্বাসসহ ১০২ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগ থানায় করা এই মামলায় ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ ইব্রাহীম মিয়ার আদালত এই নির্দেশ দেন।
অব্যাহতিপ্রাপ্ত অন্যান্য নেতাদের মনে রয়েছেন জয়নুল আবেদীন, শফিউল বারী বাবু (মৃত) ও সুলতান সালাউদ্দিন টুকু।
আজ এই মামলার অভিযোগ গঠনের জন্য শুনানির দিন ধার্য ছিল। ধার্য দিনে আসামি পক্ষের আইনজীবীরা মামলার দায় হতে অব্যাহতি চেয়ে আবেদন করেন। আবেদনের ওপর শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো কোনো উপাদান না থাকায় তাদের অব্যাহতি দেন আদালত।
আসামি পক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল এ তথ্য নিশ্চিত করেন।
মামলার অভিযোগ থেকে তিনি জানান, ২০১৮ সালের ৩০ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের রাজধানীর বকশি বাজারে অবস্থিত বিশেষ জজ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরার দিন ধার্য ছিল। ওইদিন আসামিরা হাইকোর্ট মাজার গেটের সামনের রাস্তায় চারদিকে যানবাহন চলাচল বন্ধ করে স্লোগান দিতে থাকেন। এ সময় পুলিশ বাধা দিলে আসামিরা ইট-পাটকেল নিক্ষেপ করেন।
তাছাড়া সরকারি কাজে বাধা ও বিভিন্ন গাড়ির গ্লাস ভাঙচুর করেন। এ ঘটনায় ওইদিনই শাহবাগ থানার এসআই চম্পক চক্রবর্তী বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এই মামলা করেন।
২০২০ সালের ২৮ জানুয়ারি মামলার তদন্ত শেষে ডিবি পুলিশের এসআই আব্দুল করিম চার্জশিট দাখিল করেন।