নিজস্ব প্রতিবেদক :
অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া সাবেক যুবলীগ নেতা জিকে শামীমের জামিন ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছে চেম্বার আদালত। এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ তাকে জামিন দিয়েছিলেন।
মঙ্গলবার এ আদেশ দেন আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়েছে।
গত ১৩ ডিসেম্বর বিচারপতি এএসএম আব্দুল মোবিন ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ আলোচিত ঠিকাদার জিকে শামীমকে জামিন দেয়।
পরে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে।
আদালতে জিকে শামীমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।
ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতন থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন জিকে শামীম। তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে উদ্ধার করা হয় বিপুল টাকা, এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ।
অস্ত্র মামলায় ২০২২ সারের ২৫ সেপ্টেম্বর জিকে শামীম ও তার ৭ দেহরক্ষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত।
আর অর্থ পাচারের মামলায় গত ১৭ জুলাই তাকে ১০ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-১০।