নিজস্ব প্রতিবেদক :
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ও সৈয়দ মাহমুদ হোসেন বিচার বিভাগকে ধ্বংস করে গিয়েছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়ায় সাবেক দুই প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ও সৈয়দ মাহমুদ হোসেনের শাস্তি হওয়া দরকার। তারা বিচার বিভাগকে ধ্বংস করে গিয়েছেন, যার ফলে জুলাই আন্দোলনে এতো মানুষ মারা গিয়েছে।
তিনি বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর রায়ের ফলে এখন থেকে তত্ত্বাবধায়ক সরকার বৈধতা পেয়েছে।
উল্লেখ্য, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সংশ্লিষ্ট অনুচ্ছেদসহ বেশ কয়েকটি অনুচ্ছেদ বেআইনি ও অবৈধ ঘোষণা করে আজ রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আবারও ফিরেছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ বেশ কিছু বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলে এ রায় ঘোষণা করেন।
রায়ের মূল অংশ পাঠ করেন জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, সংবিধান হলো আমাদের সর্বোচ্চ আইন, আর ৭ নং অনুচ্ছেদ হলো এর ধ্রুবতারা।