বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৩, ২০২৫ ১২:৩৯ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। আগেই টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ শুধু ওয়ানডে খেলছিলেন। ওয়ানডে ফরম্যাটে গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফর্ম করতে পারেননি। এসব নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল, এর মধ্যেই অবসরের ঘোষণা দিয়ে দিলেন অভিজ্ঞ ক্রিকেটার।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফর্ম করতে না পারা আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম কদিন আগে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। তারপর মাহমুদউল্লাহ কী করেন সেটাই ছিল আলোচনায়।

একদিন আগে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির বিবৃতিতে বলা হয়েছিল, চুক্তিতে নাম না রাখার আহ্বান জানিয়েছেন মাহমুদউল্লাহ। তখন থেকেই মাহমুদউল্লাহর অবসরের গুঞ্জন আরও ডালপালা মেলেছে। আজ সেই গুঞ্জন সত্য হলো।

বুধবার (১২ মার্চ) রাতে নিজের ফেসবুক পেজে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ। লিখেছেন, ‘সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছে।’

‘বিশেষ ধন্যবাদ দিতে চাই, আমার মা-বাবাকে, আমার শ্বশুরকে এবং আমার ভাই এমদাদউল্লাহকে, যে একজন কোচ এবং পরামর্শক হিসেবে শৈশব থেকেই আমার পাশে ছিল।’-যোগ করেন তিনি।

অবসর বার্তার শেষ দিকে একটা আক্ষেপের কথাও বলতে চেয়েছেন মাহমুদউল্লাহ। লিখেছেন, ‘সবকিছুর শেষটা হয়তো সুন্দর হয় না কিন্তু আপনাকে মেনে নিতে হয় এবং এগিয়ে যেতে হয়। শান্তি…আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।’

২০০৭ সালে শ্রীলংকার বিপক্ষে কলম্বোতে ওয়ানডে অভিষেক মাহমুদউল্লাহর। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৪৩০টি। আর আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন ২৩৯টি। ৩৬.৪৬ গড়ে ৫ হাজার ৬৮৯ রান করেছেন মাহমুদউল্লাহ। সেঞ্চুরি ৪টি, হাফ সেঞ্চুরি ৩২টি। পাশাপাশি বল হাতে ৮২ উইকেট নিয়েছেন ডানহাতি এই ক্রিকেটার।

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বাগেরহাটে ভটবটি উল্টে নিহত ২

৪ মামলায় তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি কাল

প্রযুক্তির সহায়তায় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে কার্যক্রম বাড়ানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বান্দরবানে নারী গুলিবিদ্ধ

তানোরে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে আওয়ামী লীগ কর্মী খুন

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায়বিচার প্রক্রিয়া শিগগির শুরু হবে

বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিটে উৎপাদন শুরু

বঙ্গবন্ধু দেশের পরিবেশবান্ধব উন্নয়নের স্বপ্নদ্রষ্টা : পরিবেশ ও বনমন্ত্রী

কলকাতার আদালতে পিকে হালদারের বিচার শুরু

সাংবাদিক তুরাব হত্যা মামলায় রিমান্ডে সাবেক এডিসি সাদেক দস্তগীর