মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫ | ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

এশিয়ান কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৯, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

২০২৬ এএফসি নারী এশিয়ান কাপে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। বহুল কাঙ্ক্ষিত টুর্নামেন্টে লাল-সবুজের প্রতিনিধিদের অন্য তিন প্রতিপক্ষ- উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তান।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৩টায় অস্ট্রেলিয়ার বিখ্যাত শহর সিডনির টাউন হলে অনুষ্ঠিত ড্রয়ের মাধ্যমে চূড়ান্ত হয়েছে, কোন গ্রুপে পড়েছে বাংলাদেশ দল ও গ্রুপে তাদের প্রতিপক্ষ কারা।

১২টি দল তিনটি গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্ট খেলবে। ‘এ’ গ্রুপ: অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, ফিলিপাইন। ‘বি’ গ্রুপ: উত্তর কোরিয়া, চীন (ডিফেন্ডিং চ্যাম্পিয়ন), বাংলাদেশ, উজবেকিস্তান। ‘সি’ গ্রুপ: জাপান, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে (তাইওয়ান)

২০২৬ সালের ১ মার্চ স্বাগতিক অস্ট্রেলিয়া ও ফিলিপাইনের মধ্যকার দিয়ে শুরু হবে এএফসি নারী এশিয়ান কাপের ২১তম আসর। ২১ মার্চ ফাইনালের মাধ্যমে নামবে টুর্নামেন্টের পর্দা।

এশিয়ান কাপে রাউন্ড রবিন পদ্ধতিতে গ্রুপের প্রত্যেক দল প্রত্যেকের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এই পর্বের খেলা শেষে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কোয়ার্টার ফাইনালে চলে যাবে। তিন গ্রুপ থেকে এভাবে ৬টি দল যাবে শেষ আটে। বাকি দুই দল আসবে প্রত্যেক গ্রুপের তৃতীয়স্থানে থাকা দলগুলোর মধ্যকার আরও একটি রাউন্ড রবিন পদ্ধতির লড়াইয়ের মাধ্যমে, যেখানে তিন দলের লড়াই শেষে শীর্ষ দুই দল যোগ দেবে কোয়ার্টারে আগেই জায়গা নিশ্চিত করা ৬ দলের সঙ্গে।

কোয়ার্টার ফাইনালের পর যথারীতি সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

এবারই প্রথম এশিয়ান খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে ভালো করতে পারলে বাঘিনীদের সুযোগ রয়েছে ২০২৭ ফিফা বিশ্বকাপ ও ২০২৮ সালের অলিম্পিক গেমসে খেলার।

অভাবনীয় নৈপুণ্য দেখিয়ে সেরা ৬ দলের মধ্যে থেকে টুর্নামেন্ট শেষ করতে পারলেই ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিট পেয়ে যেতে পারে বাংলাদেশ।

 

 

সর্বশেষ - রাজনীতি