রবিবার , ৩০ জুন ২০২৪ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কলকাতায় ছিনতাই হওয়া আইফোন একবছর পরে ঢাকার কেরানীগঞ্জে উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
জুন ৩০, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

কলকাতার বেনিয়াপুকুরের পার্কসার্কাস থেকে এক বছর আগে হারানো আইফোন-১৩ সম্প্রতি ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ।

আজ রোববার শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিলটন কুমার দেব দাসের নেতৃত্বে ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে আইফোন-১৩ মোবাইল সেটটি উদ্ধার করা করা হয়। এদিকে আইফোনটির মালিক ভারতীয় নাগরিক কলকাতার বাসিন্দা মৌটুসী গাঙ্গুলি মোবাইল উদ্ধারের বিষয়টি জানতে পেরে বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

রোববার বিকেলে ঢাকা মহানগর পুলিশের শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজত কুমার সাহা ভারতীয় নাগরিকের মোবাইলটি উদ্ধারের বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করে বলেন: এ ব্যাপারে মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন।

জানা যায়, গত বছর ২৬ জুলাই কলকাতার বেনিয়াপুকুর থানা এলাকার পার্কসার্কাস থেকে মৌটুসী গাঙ্গুলির ব্যবহৃত আইফোনটি ছিনতাই হয়। পরে তিনি বেনিয়াপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। এক পর্যায়ে ভারতীয় সাইবার পুলিশ মৌসুমি গাঙ্গুলিকে জানায় ফোন আর কলকাতায় নেই। ফোন বাংলাদেশে পাচার হয়ে গেছে। এখন আর তাদের কিছুই করার নেই। হারানো ফোনটির আশা ছেড়ে দেওয়া মৌটুসী শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে এসআই মিল্টন কুমার দাসের সঙ্গে যোগাযোগ করেন। মৌটুসী জানতে পারেন এসআই মিল্টন দেশের নাগরিকদের অনেক হারানো ফোন উদ্ধার করে দিয়ে থাকেন। দীর্ঘ এক বছর পর সেই হারানো ফোনটি উদ্ধার করেন শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিলটন কুমার দেব দাস।

রোববার বিকেলে উদ্ধার আইফোনটির বিষয়ে জানতে চাইলে মিলটন কুমার দেব দাস চ্যানেল আই অনলাইনকে বলেন: ভুক্তভোগী মৌসুমি গাঙ্গুলিকে ফোনটির ব্যাপারে আমি নিয়মিত আপডেট দিতাম। এক পর্যায়ে সম্ভবত মৌটুসী গাঙ্গুলিও ফোনটির আশা ছেড়ে দিয়েছিল কিন্তু আমি হাল ছাড়ি নাই। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তার ফোনটির সন্ধান পাই। এবং সকালে কেরানীগঞ্জ থেকে ফোনটি উদ্ধার করি। যিনি ফোনটি দেশে ব্যবহার করছিলেন তিনি একজন মোবাইলের দোকানদার। মাত্র ১৭ হাজার টাকায় ফোনটি তিনি আরেকজনের কাছ থেকে কিনেছিলেন। ওই বিক্রেতা তাকে বলেছিল ভারত থেকে মোবাইলটি তিনি কিনেছেন।

এসআই মিলটন বলেন, আমার মাথায় ছিল ভারত থেকে মোবাইল ফোন বাংলাদেশে পাচার হয়ে এসেছে আর বাংলাদেশ পুলিশ যদি এটি উদ্ধার করে দিতে পারলে ভারতের কাছে বাংলাদেশ পুলিশের মর্যাদা বৃদ্ধি পাবে।

হারানো ফোনের সন্ধান মেলার খবর পাওয়ার পর আবেগে উচ্ছ্বাসে মৌটুসী গাঙ্গুলি মুর্ছাপ্রায়। মুঠোফোনে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন: আমি বিশ্বাস করতে পারি নাই এক বছর পর আমার ফোনটি উদ্ধার হবে। আমি বাংলাদেশ পুলিশকে কৃতজ্ঞতা জানাই।

ফোন উদ্ধারে কীভাবে বাংলাদেশ পুলিশের সহযোগিতা চাইলেন এমন প্রশ্নে তিনি বলেন: যখন কলকাতা পুলিশ জানাল ফোনটি বাংলাদেশে পাচার হয়ে গেছে। তখন আমি আশাত হই। কিন্তু ইউটিউবে এসআই মিলটনের সাক্ষাৎকার দেখি তিনি অনেকের ফোন উদ্ধার করে দিয়েছেন। পরে তার সঙ্গে ফেসবুকে যোগাযোগ করে সব ঘটনা জানাই। তিনি শুরু থেকে এখন অবদি আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছেন।

মৌটুসী গাঙ্গুলি জানান, ফোনটি তার মেয়ের কাছ থেকে ছিনতাই হয়। মেয়ের লেখাপড়ার বিভিন্ন প্রয়োজনীয় নোটসহ গুরুত্বপূর্ণ তথ্যাদি ফোনটিতে ছিল।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, এমন অর্জন সত্যিই প্রশংসনীয়। আমরা সব সময় আমাদের অধীনস্ত কর্মকর্তাদের এমনটাই প্রশিক্ষণ দেই যার মূলমন্ত্র নাগরিকদের সেবা প্রদান করা। সেখানে দেশ, স্থান, কালের প্রয়োজন হয় না। আমাদের কমিশনার স্যারের স্পষ্ট নির্দেশ রয়েছে নাগরিকদের সেবা প্রদানে কখনোই গাফিলতি দেওয়া যাবে না।

জানা যায়, মৌটুসী গাঙ্গুলির ফোনটি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে তার কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে কোরবানির বর্জ্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

ওয়ালমার্টের অর্ডার বাতিল: আপাতত ‘অবজারভেশনে’ পোশাক উৎপাদকরা

ওয়ালমার্টের অর্ডার বাতিল: আপাতত ‘অবজারভেশনে’ পোশাক উৎপাদকরা

৫৯ বছর পর খুলল সুলতানগঞ্জ-মায়া নৌবন্দর

রাজধানীসহ সারাদেশে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ

চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১৫ জনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা

ফের ৩ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে অ্যাসোসিয়েশনের বিবৃতি গোটা সংস্থার ওপর দায় চাপায়

মনোহরখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ঢাকার ফুটপাত থেকে শিশুর মরদেহ উদ্ধার

ফিলিস্তিনী জনগণের রাষ্ট্র গড়ার অধিকার অস্বীকার ‘অগ্রহণযোগ্য’: জাতিসংঘ প্রধান