মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

খিলগাঁওয়ে দেওয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর খিলগাঁওয়ের মাদারটেকের জোড়পুকুর এলাকায় দেওয়াল ধসে মো. ইউনুস (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ইউনুস বরগুনা সদরের মনসাতলীর মৃত ফখরুদ্দিনের ছেলে। সবুজবাগের নন্দীপাড়ায় ভাড়া থাকতেন তিনি।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সোয়া ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সেলিম জানান, বাবা আর আমি একসঙ্গেই একটি পুরাতন ভবন ভাঙার কাজ করছিলাম খিলগাঁওয়ের জোড় পুকুর এলাকায়। এই সময় নিচ তলার একটি দেওয়াল হঠাৎ করে ধসে পড়লে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলে ঢাকা মেডিকেলে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়