সোমবার , ১৮ মার্চ ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও ৪ জনের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৮, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশুসহ আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।

সবশেষ যারা মারা গেছেন তারা হলেন-জহিরুল ইসলাম (৪০), মোতালেব (৪০), গোলাম রাব্বি (১১) ও সোলাইমান (৯)। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে রবিবার রাত থেকে সোমবার (১৮ মার্চ) সকালের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল।

তিনি বলেন, রাব্বির শরীরের ৯০ শতাংশ, সোলাইমানের ৮০ শতাংশ, জহিরুলের ৬৫ শতাংশ ও মোতালেবের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। মরদেহগুলো বার্নের মর্গে রাখা হয়েছে। স্বজনদের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১৩ মার্চ সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকার শফিক খানের টিনশেড কলোনির সামনে এ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

সর্বশেষ - জাতীয়