নিজস্ব প্রতিবেদক :
জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের সড়কে আজও অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ি মদারাসার শিক্ষকেরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন তাঁরা।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, চারুকলা অনুষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকেরা। নানা স্লোগানও দিতে দেখা গেছে আন্দোলনকারীদের। বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেছেন তাঁরা।
আন্দোলনরত শিক্ষকেররা জানান, প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষা কার্যক্রম চালানো হলেও তাঁদের কোনো ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি। দাবি মানা না হলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন তারা। তাঁরা শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানান।
প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকেরা। পরে সেখান থেকে পদযাত্রা নিয়ে স্মারকলিপি জমা দিতে তাঁরা রওনা হন প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে।
পদযাত্রাটি শাহবাগে পৌঁছালে লাঠিচার্জের পাশাপাশি কাঁদুনে গ্যাস ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এর পর থেকে তারা শাহবাগে সড়কের একাংশে অবস্থান নিয়ে আছেন।
এ অবস্থায় গতকাল সোমবার তাঁরা বলেছেন, মঙ্গলবার বেলা দুইটার মধ্যে জাতীয়করণের ঘোষণা না এলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তাঁরা। আন্দোলন পরিচালনাকারী কমিটির সদস্য সামসুল হক আনসারী জানান, তাঁদের দাবি একটাই, জাতীয়করণ। ১০ ঘণ্টার মধ্যে দাবি না মানলে সারা দেশের সকল ইবতেদায়ি মাদরাসা বন্ধ করে দিয়ে সবাইকে নিয়ে ঢাকায় আসতে বাধ্য হবেন তাঁরা।