শুক্রবার , ৯ আগস্ট ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ঢাকেশ্বরী মন্দিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৯, ২০২৪ ১১:৩০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি সমন্বয়ক টিম।

শুক্রবার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পোস্টে তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি সমন্বয়ক টিম আজ গিয়েছিল রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে। উদ্ভূত পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দেশের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে করা যেকোনো ষড়যন্ত্র রুখতে প্রস্তুত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র-জনতা।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘সমন্বয়ক টিম তাদের কাছ থেকে সারা দেশে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু ভাইবোনদের তথ্য নিয়েছে। তাদের জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনে যা যা পদক্ষেপ নেয়া প্রয়োজন তা করা অন্যতম প্রধান প্রায়োরিটি হবে।’

সর্বশেষ - জেলার খবর