নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও চার ডেপুটি গভর্নরের পাশাপাশি তাদের স্ত্রী–সন্তান ও সন্তানদের স্বামী/স্ত্রীর হিসাবও তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ ছাড়া বিএফআইইউ-এর সাবেক দুই প্রধান এবং তাদের স্ত্রী–সন্তান ও সন্তানদের স্বামী/স্ত্রীর হিসাবও তলব করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে গতকাল বুধবার ব্যাংকগুলোকে হিসাব তলবসংক্রান্ত চিঠি দিয়েছে বিএফআইইউ।
পরিবারসহ যাদের হিসাবের তথ্য চাওয়া তারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ড. আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। আর সাবেক সাবেক চার ডেপুটি গভর্নর হলেন এস কে সুর চৌধুরী, এস এম মনিরুজ্জামান, কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মো. নাছের। এদের মধ্যে এস কে সুর চৌধুরী বর্তমানে দুর্নীতি মামলায় কারাবন্দী রয়েছেন।
এ ছাড়া বিএফআইইউ-এর সাবেক দুই প্রধান আবু হেনা মো. রাজী হাসান ও মো. মাসুদ বিশ্বাসের তাদের স্ত্রী–সন্তান ও সন্তানদের স্বামী/স্ত্রীর হিসাব তলব করা হয়েছে।