সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দুদকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে অনুসন্ধান

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

দুর্নীতি দমন কমিশন(দুদক)-এর সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সোমবার (১ ডিসেম্বর) উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের ইতিহাসে প্রথমবারের মতো দুদকের কোনো সাবেক চেয়ারম্যান খোদ সংস্থাটির জালে জাড়িয়েছেন এবং তার বিরুদ্ধে অনুসন্ধানে নামলো সংস্থাটি।

দুদক সূত্র জানায়, দুর্নীতির অভিযোগে আলোচিত স্বাস্থ্য খাতের ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর ঘনিষ্ঠ ব্যবসায়িক সহযোগী ছিলেন ইকবাল মাহমুদের ভাই সাদিক মাহমুদ বকুল। অভিযোগ রয়েছে, মিঠু ও বকুল পরস্পর যোগসাজশে স্বাস্থ্য খাতে নানা অনিয়ম-দুর্নীতি করলেও ইকবাল মাহমুদের প্রভাবের কারণে তারা দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন। দুদক সূত্রে আরও জানা যায়, ঠিকাদার মিঠুর কাছ থেকে রাজধানীর গুলশানের অভিজাত এলাকায় দুটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগও রয়েছে ইকবাল মাহমুদের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখবে দুদক। পাশাপাশি তার ভাই সাদিক মাহমুদ বকুলের সম্পদের উৎসও অনুসন্ধানের আওতায় নেওয়া হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর গ্রেফতারের পর রিমান্ডে মিঠুর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার জ্ঞাত আয় বহির্ভূতভাবে ৭,০২,১৪,৪০৬/-টাকার সম্পদ জোরপূর্বক ভোগদখলে রাখার অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় কমিশন কর্তৃক একটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। দুদক সূত্রে জানা যায়, গত ০৭/০২/২০২১ তারিখে দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেন। দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৯,৬৬,৩৪,৫৩২/- টাকার সম্পদের তথ্য প্রদর্শন করেছেন।

অনুসন্ধানকালে আব্দুর রশিদ শিকদারের নামে ৯,৩৬,৪২,৯০৩/- টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। পারিবারিক ব্যয় পাওয়া যায় ৮৯,১৫,১৩৪/- টাকা। পারিবারিক ব্যয়সহ তার অর্জিত সম্পদের মূল্(৯,৩৬,৪২,৯০৩+৮৯,১৫,১৩৪) =১০,২৫,৫৮,০৩৭/- টাকা। অর্থাৎ অভিযোগ সংশ্লিষ্ট আব্দুর রশিদ শিকদার এর ১০,২৫,৫৮,০৩৭/- টাকার সম্পদ অর্জনের বিপরীতে ৩,২৩,৪৩,৬৩১/- টাকার আয় পাওয়া যায়। এক্ষেত্রে তিনি (১০,২৫,৫৮,০৩৭-৩,২৩,৪৩,৬৩১) ৭,০২,১৪,৪০৬/-টাকার সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন মর্মে প্রতীয়মান হয়।

সর্বশেষ - রাজনীতি