নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘না’ ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বাতিল করা হয়েছে ইভিএম। সোমবার (১১ আগস্ট) গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ সংশোধন অধ্যাদেশ ২০২৫ নিয়ে ইসির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনী চূড়ান্ত করা হয়েছে। অনিয়ম হলে বাতিল করা যাবে পুরো আসনের ভোট। হলফনামায় মিথ্যার আশ্রয় নিলে বিজয়ী হলেও প্রার্থিতা বাতিল হবে।
তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইভিএম প্রকল্প বাতিল করা হয়েছে।
ইসি আরও বলেন, ‘না’ ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে। কোনো আসনে একজন প্রার্থী থাকলে সেখানে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না। সেখানে না ভোট হবে। দুইজন প্রার্থী সমপরিমাণ ভোট পেলে লটারি নয় পুনরায় নির্বাচন হবে।
আরপিও’তে বলা হয়েছে, সেনাবাহিনী, নৌ, বিমানবাহিনী ও কোস্টগার্ড সদস্যদের নির্বাচনে কাজে লাগানো যাবে। কর্মকর্তাদের শাস্তির বিধান, সংবাদ কর্মীদের কেন্দ্রে প্রেবেশের বিধান, গণমাধ্যম কর্মীরা ভোট গণণার সময় থাকবে।
এছাড়া প্রার্থীদের ব্যয়ের বিষয়ে সুনির্দিষ্ট অডিট হবে। রাজনৈতিক দলকে অনুদান ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে করতে হবে। এআই ব্যবহার করে মিথ্যাচার ঠেকানের বিষয়টি যোগ করা হয়েছে।
নির্বাচণের আচরণ বিধিতে নারী সম্মান সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করা, জোটবদ্ধভাবে নির্বাচন করলেও রাজনৈতিক দলের প্রার্থীরা নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে।