নিজস্ব প্রতিবেদক :
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সারাদেশে এখন পর্যন্ত পুলিশের ১৮৭ জন সদস্য কাজে যোগদান করেননি। তারা এখন আর পুলিশ বাহিনীতে নেই, তারা এখন সন্ত্রাসী। তাদের দেখামাত্র গ্রেপ্তার করা এবং অপরাধীর মতো বিচার করা হবে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
আজ শনিবার বিকেলে রাজশাহী বিজিবির সেক্টর সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পরে পুলিশের যে অবস্থা ছিলো, তা আর নেই। তারা ট্রমা কাটিয়ে এখন আগের চেয়ে অনেক ভালোভাবে কাজ করছেন। দিন দিন আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি উন্নতি হচ্ছে। আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যে আরও উন্নত হবে।
এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা র্যাব-৫ ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন ও মতবিনিময় করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ উত্তরাঞ্চলের খরাপ্রবণ এলাকার পরিবর্তন করে দিয়েছে। এজন্য বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে স্বাধীনতা পদক দেওয়া উচিত।
তিনি বলেন, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুল দিয়ে ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হয়। এই চাপ কিভাবে কমানো যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া পরিবেশবান্ধন সোলার প্যানেল বাড়ানোর বিষয়েও চেষ্টা থাকবে।
আইনশৃঙ্খলা অবনতির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁদাবাজি যে করবে, তাকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। এজন্য জিনিসপত্রের দাম বাড়ে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনবান্ধব পুলিশ না হলে চাকরি করতে পারবে না। কারও নামে অভিযোগ আসলে অ্যাকশন নেওয়া হবে।