নিজস্ব প্রতিবেদক :
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, পুলিশের সামনে নাশকতাকারীদের দাঁড়ানোর কোনো সাহস নেই। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ শিরু মিয়া মিলনায়তনে বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দেশের সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। অবৈধ অস্ত্রধারী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।’
নাশকতাকারীরা বিচ্ছিন্নভাবে গাড়ি পোড়াচ্ছে ও নাশকতা করছে জানিয়ে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের সামনে বা আইনশৃঙ্খলা বাহিনীর সামনে নাশকতাকারীদের দাঁড়ানোর মত সাহস আছে বলে আমি মনে করি না। আমাদের সেই সামর্থ্য আছে, প্রস্তুতিও আছে। সব ধরনের নাশকতা প্রতিরোধ করে দেশবাসীকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ প্রস্তুত আছে।’
আইজিপি বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সব ব্যবস্থাই নিয়েছে পুলিশ। আমাদের যে লজিস্টিক আছে, প্রশিক্ষণ আছে ও সব ধরনের জনবল নিয়ে আমরা প্রস্তুত। পাশাপাশি আমরা নির্বাচনের আগে, নির্বাচনকালীন ও পরে আনশৃঙ্খলা রক্ষায় যাবতীয় পরিকল্পনা গ্রহণও করেছি। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের যে দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হচ্ছে, তা আমরা পালন করছি।’
পুলিশের আইজিপি আরও বলেন, ‘আপনারা জানেন পূর্বে আমরা বিভিন্ন নির্বাচনকালীন দায়িত্ব সফলভাবে পালন করেছি। আগামী দিনেও যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।’
এ সময় ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ, অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার ড. খ মহিদ উদ্দিন, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।