সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

প্রত্যাহার হওয়া সেই এসপি হাছান চৌধুরীকে কিশোরগঞ্জে ফেরার নির্দেশ

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৪, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ ঘিরে বিতর্কের পর প্রত্যাহার হওয়া কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীকে আবারও আগের কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি খন্দকার শামীমা ইয়াছমিন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে পুনরায় কিশোরগঞ্জে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

গত ৭ মে চিকিৎসার উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। সে সময় কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা চলমান থাকায় তাকে বিদেশযাত্রার অনুমতি দেওয়া নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

এ ঘটনায় কিশোরগঞ্জের এসপি মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়। পাশাপাশি, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং এসআই ও এএসআই পদমর্যাদার দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

এ বিষয়ে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে পুলিশ সদর দপ্তর এবং প্রধান উপদেষ্টার কার্যালয়। তদন্ত শেষে দুই কমিটিই এসপি হাছানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়মুক্তি দিয়ে অব্যাহতির সুপারিশ করে।

পুলিশ সদর দপ্তরের সেই সুপারিশের ভিত্তিতেই মোহাম্মদ হাছান চৌধুরীকে পুনরায় কিশোরগঞ্জে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হলো।

কিশোরগঞ্জে ফেরার বিষয়ে এসপি হাছান চৌধুরী বলেন, ‘আমি কিশোরগঞ্জেই কর্মরত আছি। সবার দোয়া ও সহযোগিতা চাই, যেন সৎভাবে দায়িত্ব পালন করে যেতে পারি।’

প্রসঙ্গত, ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকে আসামি করা হয়। মামলা থাকার পরেও সাবেক রাষ্ট্রপতি দেশত্যাগ করলে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে অবশ্য চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন হামিদ।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন গতবছরের ৩১ আগষ্ট কিশোরগঞ্জের এসপি করা হয় হাছান চৌধুরীকে। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা।

 

সর্বশেষ - রাজনীতি