নিজস্ব প্রতিবেদক :
নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, নৌপরিবহন মন্ত্রণালয়ে নাম বদলে জাহাজ ও বন্দর মন্ত্রণালয় করতে চাই।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ (সিজিএস) আয়োজিত সংলাপে এসব কথা বলেন তিনি।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ছাত্র আন্দোলনের সময় পুলিশের কর্মকাণ্ড দেখে মনে হয়নি যে, ওরা আমাদের দেশের পুলিশ।
পুলিশে সংস্কারের বিষয়ে তিনি বলেন, অবশ্যই সংস্কার প্রয়োজন। তারা নিজেরাও সেটা চাচ্ছে৷ এজন্য পুলিশ কমিশন করতে হবে। পুলিশকে যদি মানুষের বন্ধু বানাতে হয়, তবে সংস্কার করতেই হবে বলে মতদেন তিনি৷
গণঅভ্যুত্থানে হতাহতদের পূর্ণ তালিকা করতে খানিক সময় লাগবে বলে জানান উপদেষ্টা এম সাখাওয়াত।


















