নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশে মৌলিক অধিকার রক্ষায় অব্যাহতভাবে যুক্ত থাকবে জাতিসংঘ। মঙ্গলবার ( ১২ ডিসেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশে মৌলিক অধিকার রক্ষায় দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং আইসিএইডিসহ কয়েকটি নেতৃস্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। কারণ তথাকথিত নির্বাচনের আগে শাসকগোষ্ঠী সমগ্র দেশকে কারাগারে পরিণত করেছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশে মৌলিক অধিকার ও ভোটাধিকার উদ্ধারে জাতিসংঘ কী পদক্ষেপ নিচ্ছে?
প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, আমরা এই ইস্যুতে অব্যাহতভাবে যুক্ত থাকব এবং প্রত্যেক বাংলাদেশী যেনো ভয়-ভীতি মুক্ত, বা কোনো প্রতিক্রিয়া মুক্তভাবে ভোট দিতে পারে সেজন্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানাবো।