নিজস্ব প্রতিবেদক :
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ বলেছেন, সাধারণ মানুষের স্বস্তি দেবে এবারের বাজেট। যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করেছি।
আজ বৃহস্পতিবার সংসদ সচিবালয়ে প্রবেশের সময় তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
তিনি বলেন, ‘টোটাল বাজেট কমিয়ে দিয়েছি, সাধারণ মানুষের স্বস্তির জন্য চেষ্টা করছি আমরা।’
পরে সচিবালয় থেকে সংসদ ভবনের দিকে রওনা দেন অর্থমন্ত্রী।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।