নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাহফুজা খাতুন (৪৫) নামে আরও নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই স্কুলের শিক্ষিকা ছিলেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, শিক্ষিকা মাহফুজা শ্বাসনালীসহ শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, এ নিয়ে ঘটনাটিতে ইনস্টিটিউটে ১৯ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ইনস্টিটিউটে ভর্তি আছে ২৩ জন। ১৪ জনকে ছুটি দেওয়া হয়েছে।