নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল লাইনের একটি স্প্রিং বা বিয়ারিং প্যাড ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তবে তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ১২টার দিকে চলন্ত মেট্রোরেল থেকে হঠাৎ বিশাল আকৃতির একটি স্প্রিং নিচে ছিটকে পড়ে। সে সময় ফুটপাত দিয়ে ব্যাগ হাতে হেঁটে যাচ্ছিলেন ওই তরুণ। ভারী স্প্রিংটি সরাসরি তার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই তাৎক্ষণিক মারা যান।
পরে স্প্রিংটি পাশের একটি চাপ-সিঙ্গারা দোকানে আঘাত করে দোকানের সামনের কাঁচ ভেঙে দেয়। এতে দোকানে থাকা দুই ব্যক্তি আহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষায়, নিচে পড়া স্প্রিংটির ওজন আনুমানিক ৪০ থেকে ৫০ কেজি।
দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (DMTCL) এক কর্মকর্তা জানান, বিয়ারিং প্যাড মেট্রোরেল চলাচলের সময় কম্পনরোধে ব্যবহৃত হয়। কীভাবে এটি ছিটকে পড়ল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
রাজধানীর ব্যস্ত এলাকায় এমন দুর্ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন। অনেকের প্রশ্ন, রক্ষণাবেক্ষণে কোনো ত্রুটি ছিল কি না।
ঘটনাটির কারণ ও দায় নির্ধারণে মেট্রোরেল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। এমন সময় উপর থেকে বেয়ারিং প্যাড তার মাথার উপরে পড়লে তিনি স্পট ডেড হন।
এ বিষয়ে তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, আমরা বেয়ারিং প্যাড পড়ে যাওয়ার বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে অবগত করেছি। বর্তমানে মেট্রো চলাচল বন্ধ রয়েছে।
মরদেহ উদ্ধার করে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

















