সোমবার , ২৫ নভেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

মোল্লা কলেজে সংঘর্ষে নিহতের খবর সঠিক নয়: ডিএমপি

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২৫, ২০২৪ ৮:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় কেউ মারা যায়নি বলে জানিয়েছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ‘উল্লিখিত ঘটনায় দুই জন নিহত হয়েছেন মর্মে অনেকেই অপপ্রচার চালাচ্ছেন, যা মোটেও সঠিক নয়।’

তবে সংঘর্ষের ঘটনায় ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে হামলার ঘটনায় যাত্রাবাড়ীর ওই কলেজ এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

উল্লেখ্য, রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা-ভাঙচুর ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তাদের মধ্যে কয়েকজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। এছাড়া এই হামলা, লুটপাটের ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে তারা। সোমবার বিকেল ৫টার দিকে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ অধ্যক্ষের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তবে এর আগে সোমবার দুপুর আড়াইটার দিকে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ব্যবস্থাপনা পরিচালকের নাম-পরিচয় উল্লেখ করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনজন শিক্ষার্থী নিহত হয়েছেন বলে দাবি করা হয়।

সর্বশেষ - জাতীয়