নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর চকবাজার থানার ইসলামবাগ চান্দিঘাট এলাকায় সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) উপর থেকে লোহার রড পড়ে মো. সোহান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২৯ নং ওয়ার্ডের ঠিকাদারের নিয়োগপ্রাপ্ত পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।
রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী নয়ন বলেন, আমরা এক সঙ্গে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করি। বিকেলের দিকে ময়লা অপসারণ করার সময় হঠাৎ উপর থেকে লোহার এঙ্গেল সোহানের মাথায় পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।
তিনি আরও বলেন, আমরা সিটি কর্পোরেশনের ঠিকাদারের নিয়োগপ্রাপ্ত কর্মচারী হিসেবে কাজ করি। লোহার এঙ্গেলটি উপর থেকে পড়ে তার মাথায় ঢুকে ছিল। এই এসটিএসটি পুরাতন হয়ে গেছে। পেছনে আরেকটি নতুন এসটিএসটি তৈরি করা হচ্ছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি চকবাজার থানাকে জানিয়েছি।