বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে না দিতে ভারতকে আহ্বান অ্যামনেস্টির

প্রতিবেদক
Newsdesk
জুন ১৯, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ভারতকে অবিলম্বে রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া বন্ধের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একইসঙ্গে মানবাধিকার সংস্থাটি ভারতকে রোহিঙ্গা শরণার্থীদের সীমান্তে ঠেলে না দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী সুরক্ষা দেওয়ার আহ্বানও জানিয়েছে।

আন্তর্জাতিক শরণার্থী দিবসের একদিন আগে বৃহস্পতিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, ‘রোহিঙ্গা শরণার্থীদের স্বীকৃতি দিতে হবে এবং তাদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করতে হবে।’

সংস্থাটি জানিয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ গত মাসেই অন্তত ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে নৌবাহিনীর জাহাজ থেকে লাইফ জ্যাকেট পরিয়ে জোর করে মিয়ানমারের কাছে আন্তর্জাতিক জলসীমায় পরিত্যাক্ত অবস্থায় ফেলে আসে। এছাড়া পৃথক আরেকটি ঘটনায় কমপক্ষে একশ’ জন রোহিঙ্গা শরণার্থীকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে বাধ্য করা হয়েছে বলেও জানায় অ্যামনেস্টি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া বোর্ডের চেয়ারম্যান আকার প্যাটেল বলছেন, দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা ব্যক্তিদের জন্য একটি আশ্রয়স্থল ভারত। কিন্তু রোহিঙ্গা শরণার্থীদের সমুদ্রে ফেলে দেওয়া এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে জোরপূর্বক তাদের বের করে দেওয়ার মতো সাম্প্রতিক পদক্ষেপগুলো ইতিহাস মনে রাখবে।

সংস্থাটি বলছে, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানের পর থেকে রোহিঙ্গারা তাদের সম্প্রদায়ের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ সহিংসতা এবং নিপীড়ন সহ্য করছে।

এছাড়াও, বাংলাদেশে আশ্রয় নেওয়া হাজার হাজার রোহিঙ্গা খাদ্য, পর্যাপ্ত আশ্রয় এবং চিকিৎসার মতো প্রয়োজনীয় সহায়তা পেতে তীব্র সমস্যার মুখোমুখি হচ্ছে। সম্প্রতি আন্তর্জাতিক সহায়তা কমার ফলে যা আরও তীব্র হয়েছে। খবর বিবিসি বাংলার

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

উপজেলা নির্বাচনে বিজয়ীদের ৭৯ শতাংশ ব্যবসায়ী : টিআইবি

ভোটের প্রচারে মানতে হবে যা কিছু

ওয়াসার এমডির দায়িত্ব পেলেন ডিএসসিসি প্রশাসক

খুলনায় বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ব্যারিষ্টার তাপস ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন শিক্ষককে। সাহারা খাতুন নিশ্চুপ ছিলেন

ব্যারিষ্টার তাপস ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন শিক্ষককে। সাহারা খাতুন নিশ্চুপ ছিলেন

সামিটের আজিজ খান ও পরিবারের ১৯১ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

সাবেক এমপি হেনরী ও তাঁর স্বামীর বিরুদ্ধে দুদকের মামলা

নির্যাতনের জবাব হিংসায় নয়, ৩১ দফার মাধ্যমে দিতে চাই: তারেক রহমান

নিবন্ধন পেতে ইসিতে ৫ রাজনৈতিক দলের আবেদন

‘ট্রেড ইউনিয়ন গঠনে ১৫ শতাংশ শ্রমিকের সমর্থনের বিধান করতে যাচ্ছে সরকার’