নিজস্ব প্রতিবেদক :
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৯ আগস্ট) বেলা ১১টা ২০ মিনিটের দিকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ড. ইউনূস। সকাল ১০টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন— অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, আসিফ নজরুল, আদিলুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.), হাসান আরিফ, সৈয়দা রেজওয়ান হাসান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রমুখ।