মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলাধুলা
  7. চট্রগ্রাম
  8. জাতীয়
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সংরক্ষিত নারী আসনে ভোট ১৪ মার্চ

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৬:১৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তপশিল অনুযায়ী, নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৪ মার্চ।

মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক হয়। বৈঠক শেষে তপশিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তপশিলে বলা হয়েছে, মনোনয়ন দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১৯ ও ২০ ফেব্রুয়ারি, আপিল ২২ ফেব্রুয়ারি, নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি, প্রত্যাহার ২৫ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ ২৭ ফেব্রুয়ারি।

সংরক্ষিত ৫০ নারী আসনের বণ্টন প্রশ্নে ইসি সচিব জানান, সংসদে আওয়ামী লীগ জয় পাওয়া ২২৫ এমপির হিসাবে ক্ষমতাসীন দলটি আনুপাতিক হারে পাচ্ছে ৩৮টি সংরক্ষিত আসন। ৬২ স্বতন্ত্র এমপি তাদের অংশের ১০ আসন আওয়ামী লীগকে দিয়েছে। বাকি দুটি সংরক্ষিত আসন পাচ্ছে জাতীয় পার্টি।

আইন অনুযায়ী সাধারণ নির্বাচনের প্রাপ্ত আসন অনুযায়ী সংরক্ষিত নারী আসন বণ্টন হয়। দলগুলো তাদের অংশে প্রাপ্ত প্রার্থীদের মনোনয়ন দিয়ে থাকে বলে সাধারণত সংরক্ষিত আসনে নির্বাচনে ভোটগ্রহণের প্রয়োজন পড়ে না। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পার হওয়ার পরেই দলগুলোর মনোনীত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়। পরে ফলাফলের গেজেট প্রকাশ করে ইসি।

সর্বশেষ - জাতীয়