নিজস্ব প্রতিবেদক :
পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে দেশের চার সমুদ্রবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয় বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ।
আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, নিম্নচাপটি শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১,২৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১,১৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,২০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। ওই সময় নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল।
নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।
শনিবার সকালে বজলুর রশিদ বলেন, “দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হয়েছে; কাল ক্লিয়ার হয়ে যাবে। এর বেশি কিছু হবে না। আকাশে মেঘ থাকার কারণে আজকে দিনের তাপমাত্রা কমবে, কালকেও কম থাকবে। তবে শৈত্যপ্রবাহ আসতে দেরি আছে।”
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম।
সাগরে নিম্নচাপের কারণে তাপমাত্রা খানিকটা বেড়ে গেছে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০.৪ ডিগ্রি। আর ঢাকায় ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস।