নিজস্ব প্রতিবেদক :
২ কোটি ২০ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ভোলা ৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের স্ত্রী ফারজানা চৌধুরীর নামে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযোগ সংশ্লিষ্ট ফারজানা চৌধুরীর নামে ২ কোটি ৯৬ লাখ ২৮ হাজার ৫৬২ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এই সম্পদ অর্জনের বিপরীতে তার গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ২৭ লাখ ৭৫ হাজার ৩৯৫ টাকা। তার ব্যয় পাওয়া যায় ১ কোটি ৫২ লাখ ৮ হাজার ৫২৬ টাকা। ব্যয় বাদে তার গ্রহণযোগ্য আয় ৭৫ লাখ ৬৬ হাজার ৮৬৯ টাকা। এক্ষেত্রে তার জ্ঞাত আয়বর্হিভূত অবৈধ সম্পদের পরিমাণ ২ কোটি ২০ লাখ ৬১ হাজার ৬৯৩ টাকা।
এ ছাড়া তার নামে ও বেনামে আরও সম্পদ থাকার সম্ভাবনা থাকায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সুপারিশ করে অনুসন্ধান টিম কর্তৃক প্রতিবেদন দাখিল করা হয়। একই সঙ্গে অভিযোগ সংশ্লিষ্ট ফারজানা চৌধুরী বরাবর কমিশন কর্তৃক সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারীর সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সিদ্ধান্তের ভিত্তিতে ফারজানা চৌধুরীর ঠিকানায় উপস্থিত হয়ে সম্পদ বিবরণীটি অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বা তার পক্ষে কেউ গ্রহণ না করায় আদেশসহ মূল সম্পদ বিবরণী গত ২০ জুলাই জারি করা হয়।
অভিযোগ সংশ্লিষ্ট ফারজানা চৌধুরী বরাবর ইস্যুকৃত সম্পদ বিবরণী জারির পর নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি এবং সময় বৃদ্ধির কোনো আবেদনও পাওয়া যায়নি। যেহেতু নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি সেহেতু এটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
বর্ণিত প্রেক্ষাপটে, অভিযোগ সংশ্লিষ্ট ফারজানা চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় কমিশন কর্তৃক একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

















